শেখ মামুনুর রশীদ মামুনঃ”স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ” “Why are Clean hands still important?”এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে”বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৪” উপলক্ষে সারা দেশের ন্যায় ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরএর যৌথ উদ্যোগে ১৫ অক্টোবর মঙ্গলবার সকাল ১১.০০ টায় উপজেলা পরিষদ চত্তর হতে এক বর্ণাট্য র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে আবার উপজেলা চত্তরে এসে হাত ধোয়া প্রদর্শন সমপন্ন করে ও হাত ধোয়াপ্রদর্শন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন মুক্তাগাছা উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম । সভায় স্বাগত বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী(মুক্তাগাছা) মোঃ নায়েব আলী খান। আরও উপস্থিত ছিলেন তানভীর হায়দার, সহকারী কমিশনার (ভূমি) এবং কৃষি অফিসার সেলিনা পারভীন এবং উপজেলা মৎস অফিসার তানভীর আহম্মেদ। আরও বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মন্ডলী ও মি. রোল্যন্ড গোমেজ ম্যানেজার-মুক্তাগাছা এপি, সেবাস্টিয়ান পিউরিফিকেশন, সিনিয়র ম্যানেজার, জামালপুর এরিয়া কোঅর্ডিনেশন অফিস, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। এবং আরও উপস্থিত ছিলেন ছাত্র/ছাত্রী/শিক্ষক/শিক্ষিকা /বিভিন্ন দপ্তরের কর্মকর্তা/কর্মচারী সহ আমন্ত্রিত সুধি-মন্ডলী আপ্যায়নের মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করা হয়।
আপনার মতামত লিখুন :