ভালোবাসা ও তুমি মোঃ সারোয়ার জাহান ( সোহাগ)


nobojagorontv প্রকাশের সময় : ১৩/১১/২০২৪, ৬:২৪ অপরাহ্ণ /
ভালোবাসা ও তুমি মোঃ সারোয়ার জাহান ( সোহাগ)

ভালোবাসা ও তুমি মোঃ সারোয়ার জাহান ( সোহাগ) এক মায়াবী হেমন্তের ভোরে চারপাশে ঈষৎ কোঁয়াশার চাদরেসুন্দর প্রকৃতির রুপ দেখি প্রানভরে। হেঁটে চলি শিশির ভেজা ঘাসের উপর দিয়ে মুগ্ধতায় নদীর ধারে চলি এগিয়ে। অগনিত বিহগের সুমধুর কিচির মিচিরেঅভিভূত আমি সুন্দর এ ভূধরে।কুয়াশাচ্ছন্ন আকাশে সূর্যের কিরনেমনোরম ধানের মিস্টি মৃদু ঘ্রাণে অতুলনীয় চারুতা দেখি এ ভূবণে।নদীর নীরে সূর্যের আলো নিক্ষেপনেসোনালী আভা ছড়ায় চতুষ্কোণে।অগনিত ঢেউয়ের সুমধুর সুরে হারিয়ে যাই সৌন্দর্যের গভীরে। রাস্তায় পড়ে থাকা অসংখ্য শিউলি প্রসূনেপ্রকৃতি যেন ব্যাস্ত তোমায় বরনে! কিন্তু তুমি নেই আমার সামনে। যদি থাকতে তুমি আমার পাশে থাকতাম মোরা পরম ভালোবাসার পড়শে। অতুলনীয় প্রেমের রাজ্য করতাম সৃজন স্বর্গীয় এ অনুরাগ যেন চিরন্তন। সকলে এ অনুরাগ করবে স্মরন শ্রদ্ধাভরে !