নিজস্ব প্রতিবেদনঃচট্টগ্রাম সীতাকুণ্ডে এলজিইডি রাস্তা দখল করে মার্কেট নির্মাণকে কেন্দ্র করে স্হানীয়দের সাথে বাকবিতন্ডা বাধে বিএমএ কর্তৃপক্ষের , এই ঘটনায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অবরোধ কর্মসূচি পালন করেন স্হানীয় জনসাধারণ । গতকাল মঙ্গলবার দুপুর বারটার সময় উপজেলার ভাটিয়ারীতে এই ঘটনা ঘটে । স্হানীয়রা সাংবাদিকদের অভিযোগ করে বলেন , মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায় ভাটিয়ারীর ত্রিশ হাজার মানুষের চলাচলের পথ মাহতাব বিবি সড়ক দখল করে মার্কেট নির্মাণের জন্য বাঁশ গেড়ে দেয় সেনাবাহিনীর সদস্যরা । এতে স্হানীয় জনগণ বাধা দিতে আসলে একপর্যায়ে সেনাসদস্যরা তাদেরকে মারতে তেড়ে আসে । তারা একজনকে মারতে থাকলে সে দৌড়ে একটি দোকানের ভিতর ঢুকে যায়, সেখানে সেনাসদস্য তার উপর বন্দুক তাক করে রাখার খবর পেয়ে এলাকার নারী পুরুষ ক্ষেপে গিয়ে দুপুর বারোটায় দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন । জনতা মহাসড়ক অবরোধ করলে মহাসড়কের উভয় পাসে তীব্র যানযটের সৃষ্টি হয় । এই সময় দুর্ভোগে পড়ে দূরপাল্লার হাজার হাজার যাত্রী সাধারণ ।
আড়াই ঘন্টা পর দুপুর আড়াইটার দিকে সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লা আল মামুন ঘটনা স্থলে পৌঁছে এলাকার জনসাধারণকে বিষয়টি সুরাহার আশ্বস্ত করে মহাসড়ক থেকে জনগণকে সরিয়ে দেন । তাঁর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, রাস্তা নিয়ে এই ঘটনার বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার সহ আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস প্রদান করা- ই স্হানীয়রা মহাসড়ক থেকে সরে যায় । এদিকে আড়াই ঘন্টা পর অবরোধ তুলে নিলেও চালকরা উল্টো পথে যত্রতত্র যানবাহন ঢুকে দেওয়ায় যানযট পরিস্কার হতে আরো এক ঘন্টা থেকেও বেশি সময় লেগে যায় । সন্ধ্যার পরও মহাসড়কে যানজট লেগেই ছিল।
আপনার মতামত লিখুন :