ময়মনসিংহে সাংবাদিক হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত


nobojagorontv প্রকাশের সময় : ২০/১০/২০২৪, ৭:৫৮ অপরাহ্ণ /
ময়মনসিংহে সাংবাদিক হত্যাকারীদের শাস্তির   দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ আজ ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শম্ভুগঞ্জ এলাকায় সিনিয়র সাংবাদিক ও চরাঞ্চল মডেল প্রেসক্লাবের সহ সভাপতি স্বপন কুমার ভদ্রকে প্রকাশ্য দিবালোকে নৃশংস হত্যা ও খুনিদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাব এর ব্যাুরো চিফ আলহাজ্ব শামসুল আলম খান এর সভাপতিত্বে উক্ত মানববন্ধনে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ময়মনসিংহ এর স্টাফ রিপোর্টার সেলিনা কবির, উপজেলা প্রেসক্লাব মুক্তাগাছার সাবেক সভাপতি ও দৈনিক রূপবাণী’র স্টাফ রিপোর্টার মোঃ সাইফুজ্জামান দুদু, সিঃ সাংবাদিক নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের সাঃ সঃ গোলাম কিবরিয়া পলাশ, দৈনিক ভোরের অপেক্ষা’র প্রতিনিধি এম এ হান্নান, আজ সমাচার এর প্রতিনিধি দেলোয়ার হোসেন রাজিব, জনতার কণ্ঠস্বর এর ভ্রাম্যমান প্রতিনিধি আলমগীর হোসেন, মোঃ আবু সাঈদ, প্রতিনিধি, ‘৭৫ বাংলা, শুভ বসাক (দৈনিক আমার সময়), আশিকুর রহমান মিঠু (বিজনেস বাংলাদেশ), মোঃ হান্নান (দৈনিক ভোরের অপেক্ষা) সোহানুর রহমান সোহান (নবজাগরণ টিভি), সাংবাদিক এম এ আজিজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। বিকাল ৩টায় চরাঞ্চল মডেল প্রেসক্লাব আয়োজিত উক্ত মানববন্ধনে বক্তারা চাঞ্চল্যকর স্বপন ভদ্র হত্যাকাণ্ডের সাথে জড়িত মূল পরিকল্পনাকারীসহ দোষী ব্যক্তিদের অবিলম্বে আইনের আওতায় আনার ও মাদকমুক্ত ময়মনসিংহ এর দাবিতে সোচ্চার আহ্বান জানান। হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত সাগর ও লালন গ্রেফতার হলেও পুলিশ এখন পর্যন্ত নেপথ্যে থাকা মূল পরিকল্পনাকারীদের আইনের আওতায় আনতে সক্ষম হয় নাই। উল্লেখ্য যে, গত ১২ আক্টোবর’২৪ প্রকাশ্য দিবালোকে শম্ভুগঞ্জ উপশহরের মাঝিপাড়া এলাকায় দুর্বৃত্তদের হাতে সাংবাদিক স্বপন কুমার ভদ্র নৃশংসভাবে খুন হয়। সাংবাদিক পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে বিশেষ সূত্রে জানা যায়। হত্যাকাণ্ড স্থায়ী সমাধান হতে পারে না বরং অপরাধ প্রবণতা উষ্কে দেয় বলে অভিজ্ঞ মহলের ধারণা। ক্রমবর্ধমান সামাজিক অসঙ্গতি, অবক্ষয়সহ মাদক নির্মূলে জনসচেতনতার পাশাপাশি প্রশাসন অধিকতর দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে ভুক্তভোগী ও আমজনতার প্রত্যাশা।