ঈদুল আযহা’র শুভেচ্ছা জানালে হাকিম ডাঃ সাইদুল ইসলাম


nobojagorontv প্রকাশের সময় : ০৯/০৭/২০২২, ৪:৫৮ অপরাহ্ণ /
ঈদুল আযহা’র শুভেচ্ছা জানালে হাকিম ডাঃ সাইদুল ইসলাম

 ঈদুল আযহা’র শুভেচ্ছা জানালে হাকিম ডাঃ সাইদুল ইসলাম

 

নবজাগরণ ডেস্কঃ মহা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশ ও প্রবাসে বসাবাসরত ভাই বোন আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী সহ সকল জাতি ধর্মের সকল শ্রেণি পেশার মানুষ ও ময়মনসিংহ বাসীদের পবিত্র ঈদুল আযাহার শুভেচ্ছা জানিয়েছেন হাকিম ডাঃ সাইদুল ইসলাম

 

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হাকিম ডাঃ সাইদুল ইসলাম  বলেন,পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসী ও মুসলিম জাহানের সবাইকে জানাই পবিত্র ঈদুল আযহা’র শুভেচ্ছা,ঈদ মোবারক। পবিত্র ঈদুল আযহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও শান্তি। 

তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা আমাদের ধনী-দরিদ্রের ভেদাভেদ ভুলে সব মানুষকে এক কাতারে দাঁড়ানোর শিক্ষা দেয়। ঈদ সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। আমাদের পরিবার-পরিজন বন্ধু-বান্ধব পরিচিতজন অনেকেই করোনা কালীন সময়ে আমরা হারিয়ে ফেলেছি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। 

তিনি জানান, অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে দীর্ঘদিন ঘরবন্দি থেকে মানুষের জীবন হয়ে উঠেছে দুর্বিসহ প্রায়ই দুই বছর পরে আল্লাহ পাকের অশেষ রহমতে আমরা আজ কিছুটা প্রাণ খুলে শ্বাস নিতে পারছি। এমনই সময় ঈদ এসেছে আনন্দের বার্তা নিয়ে।সকল ভেদাভেদ ভুলে গিয়ে এবারের ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান তিনি।

সেইসাথে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান সবার উচিত অসহায়-গরীবদের পাশে দাঁড়ানোর, তাদের যথাসাধ্য সাহায্য করা। যাতে তারাও আনন্দ-উল্লাসের সঙ্গে খুশীর এই ঈদ উদযাপন করতে পারে।

ঈদুল ফিতরের মহিমান্বিত আহ্বানে শান্তি-সুধায় ভরে উঠুক বিশ্ব সমাজ। দেশপ্রেম আর মানবতাবোধের বহ্নিশিখায় জেগে উঠুক প্রতিটি মানব হৃদয়।

আসুন, সমাজের ধনী-গরিব ধর্ম-বর্ণ-গোত্র জাতি-গোষ্ঠী-সম্প্রদায় নির্বিশেষে সবাই পারস্পারিক সহযোগিতা ও সহর্মিমতার মধ্য দিয়ে পবিত্র ঈদুল আযহার খুশি ভাগাভাগি করে নিই।

 

পরম করুণাময় আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করি- মানুষের জীবন থেকে দূরীভূত হোক সব মহামারি, দুঃখ-জরা।সুখ-শান্তি ও সমৃদ্ধির ধারায় প্রবাহিত হোক বিশ্বলোক প্রতিটি মানবের উপর। (ঈদ মোবারক)