দেশবাসীকে ঈদুল আযহা'র শুভেচ্ছা জানিয়েছেন মডেল মাহীয়া মীম
নবজাগরণ ডেস্কঃ মহা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশ ও প্রবাসে বসাবাসরত ভাই বোন আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী সহ সকল জাতি ধর্মের সকল শ্রেণি পেশার মানুষকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বর্তমান সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মাহীয়া মীম ।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মডেল ও অভিনেত্রী মাহীয়া মীম বলেন,পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসী ও মুসলিম জাহানের সবাইকে জানাই পবিত্র ঈদুল আযহা'র শুভেচ্ছা,ঈদ মোবারক। পবিত্র ঈদুল আযহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও শান্তি।
তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা আমাদের ধনী-দরিদ্রের ভেদাভেদ ভুলে সব মানুষকে এক কাতারে দাঁড়ানোর শিক্ষা দেয়। ঈদ সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। আমাদের পরিবার-পরিজন বন্ধু-বান্ধব পরিচিতজন অনেকেই করোনা কালীন সময়ে আমরা হারিয়ে ফেলেছি তাদের আত্মার মাগফিরাত কামনা করি।
তিনি জানান, অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে দীর্ঘদিন ঘরবন্দি থেকে মানুষের জীবন হয়ে উঠেছে দুর্বিসহ প্রায়ই দুই বছর পরে আল্লাহ পাকের অশেষ রহমতে আমরা আজ কিছুটা প্রাণ খুলে শ্বাস নিতে পারছি। এমনই সময় ঈদ এসেছে আনন্দের বার্তা নিয়ে।সকল ভেদাভেদ ভুলে গিয়ে এবারের ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান তিনি।
সেইসাথে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান সবার উচিত অসহায়-গরীবদের পাশে দাঁড়ানোর, তাদের যথাসাধ্য সাহায্য করা। যাতে তারাও আনন্দ-উল্লাসের সঙ্গে খুশীর এই ঈদ উদযাপন করতে পারে।
জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মাহীয়া মীম বলেন, ঈদুল আযাহা আমাদের মুসলমানদের জন্য অন্যতম দ্বিতীয় প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবের দিন,গরু ছাগল মহিশ, উঠ,দুম্বা জবাই করে কোরবানি করাহয়, এই কোরবানির মাংস বিলন করাহয়, সমাজ,আত্মীয় স্বজন ও অসহায় মানুষদের মাঝে,এ সংযম অপার খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল আযাহা এ দিনটি আমাদের মুসলিম ভাইদের বড়ই আনন্দের, খুশির দিন।
তিনি আরও বলেন, ‘ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। এখানে হিংসা-বিদ্বেষ, হানাহানির কোনও স্থান নেই। মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহাবস্থান, পরমতসহিষ্ণুতা ও সাম্যসহ বিশ্বজনীন কল্যাণকে ইসলাম ধারণ করে। ‘ইসলামের এই সুমহান বার্তা ও আদর্শ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। ইসলামের মর্মার্থ ও অন্তর্নিহিত তাৎপর্য মানবতার মুক্তির দিশারি হিসেবে দিকে দিকে ছড়িয়ে পড়ুক, বিশ্ব ভরে উঠুক শান্তি আর সৌহার্দ্যে-পবিত্র ঈদুল আযাহারে এ প্রত্যাশা করি।
ঈদুল আযহার মহিমান্বিত আহ্বানে শান্তি-সুধায় ভরে উঠুক বিশ্ব সমাজ। দেশপ্রেম আর মানবতাবোধের বহ্নিশিখায় জেগে উঠুক প্রতিটি মানব হৃদয়।
আসুন, সমাজের ধনী-গরিব ধর্ম-বর্ণ-গোত্র জাতি-গোষ্ঠী-সম্প্রদায় নির্বিশেষে সবাই পারস্পারিক সহযোগিতা ও সহর্মিমতার মধ্য দিয়ে পবিত্র ঈদুল আযহার খুশি ভাগাভাগি করে নিই।
পরম করুণাময় আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করি- মানুষের জীবন থেকে দূরীভূত হোক সব মহামারি, দুঃখ-জরা।সুখ-শান্তি ও সমৃদ্ধির ধারায় প্রবাহিত হোক বিশ্বলোক প্রতিটি মানবের উপর। (ঈদ মোবারক)
সম্পাদক ও প্রকাশকঃ সোহানুর রহমান সোহান , প্রধান কার্যালয় শম্ভুগঞ্জ মধ্য বাজার, ৩৩নং ওয়ার্ড, ময়মনসিংহ সিটি কর্পোরেশন, ময়মনসিংহ। ২২০৩ মোবাইলঃ ০১৮৮৪৬৫৬৭৭০, ইমেইলঃ nobojagorontv.bd@gmail.com
Copyright © 2023 www.nobojagorontv.com All rights reserved.