বিনোদন ডেস্ক, আরটিভি নিউজস্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছেন সিলেটবাসী। সেখানকার প্রতিটি জেলার একেকটি উপজেলা পরিণত হয়েছে বিচ্ছিন্ন দ্বীপে। পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। অনেকেই সিলেটের বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াচ্ছেন। সিলেটের বন্যা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের পাশপাশি শোবিজ তারকারাও বেশ চিন্তিত। অনেকেই তাদের ফেসবুকে সাহায্যের আহ্বান করেছেন। বানভাসিদের জন্য ত্রাণ নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি ও তার স্বামী রাকিব সরকার। ইতোমধ্যে তারা একটি টিমও গঠন করেছেন।
রোববার (১৯ জুন) রাত আটটার পর ফেসবুক লাইভে আসেন মাহি। সঙ্গে ছিলেন তার স্বামী রাকিব সরকার। এ সময় তারা বন্যার্তদের পাশে দাঁড়ানোর কথা জানান এবং বানভাসিদের জন্য কি কি করা যায় সে বিষয়ে সাজেশন চান।
ক্যাপশনে লিখেছেন, ‘বন্যাকবলিত সিলেটবাসীর পাশে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ঠিক এই পরিস্থিতিতে কোন এলাকায় যাওয়া যায়, কি কি করা যায় তার পরামর্শ চাই।’
তিনি আরও বলেন, ‘সিলেটে এত পরিমাণে বাজে অবস্থা, কি করব বুঝে উঠতে পারছি না। আমার আইডিতে অনেকেই আছেন, সবাই আমাকে একটু সাজেস্ট করবেন কি কি করা যায়। আমরা কিছু একটা করতে চাই।’
অন্যদিকে রাকিব বলেন, ‘সিলেটের বন্যাকবলিত মানুষের যে দুর্ভোগ, এ সময় যার যার অবস্থান থেকে তাদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। আমরা চাই বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আপনাদের সঠিক পরামর্শ ও নির্দেশনা প্রয়োজন।’
তিনি আরও বলেন, ‘সিলেট বৃহৎ একটি এলাকা। কোন এরিয়াতে মানুষ বেশি অবহেলিত, এই মুহূর্তে কাদের পাশে দাঁড়ানো উচিত এবং কী ধরনের সহযোগিতা নিয়ে আমরা বন্যাকবলিত এলাকার মানুষের পাশে দাঁড়াতে পারি- এ বিষয়ে আপনাদের মতামত জানাবেন। আমরা প্রস্তুতি নিচ্ছি। আমাদের একটা টিম গঠন করা হয়েছে। পাশাপাশি আপনাদের কোনো পরামর্শ থাকলে আমরা সেটি গ্রহণ করব।’
বন্যাকবলিত এলাকার মানুষের পাশাপাশি সেখানখার প্রাণীগুলো নিয়েও চিন্তিত মাহি। তিনি বলেন, ‘মানুষ তো কোনো না কোনোভাবে বাঁচার চেষ্টা করবে। কিন্তু পশু-প্রাণীগুলো কীভাবে নিজেদের রক্ষা করবে- এই নিয়ে টেনশনে আমার রাতে ঠিকমতো ঘুম হয় না। আমার যদি সামর্থ্য থাকত, উপায় থাকত তাহলে কুকুর থেকে শুরু করে যত গরু, ছাগল আছে সবগুলো আমি নিয়ে আসতাম। তাদের একটা নিরাপদ জায়গায় রাখতে পারলে আমার শান্তি লাগত। কারণ, পশু-প্রাণীর প্রতি আমার প্রচণ্ড মায়া।
আপনার মতামত লিখুন :